চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বরগুনি ব্রিজের উপর চলন্ত মাইক্রোবাসের সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগেছে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, গতকাল ভোরে কঙবাজারগামী মাইক্রোবাসটি বরগুনি ব্রিজের (মাজার পয়েন্ট সেতু) উপর উঠলে চলন্ত অবস্থায় একটি চাকা ব্লাস্ট হয়। এ সময় মাইক্রোবাসটি সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে চালকসহ কয়েকজন আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।