চলন্ত ট্রাকে চালকের মৃত্যু চাপা দিল প্রাইভেট কার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৫ মে, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

গাড়ি চালানোর সময় চালক স্ট্রোক করেন। এই অবস্থায় ট্রাকটি চলছিল। সামনে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থামল ট্রাকটি। তবে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী না থাকায় হতাহত হয়নি। গতকাল শনিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাক চালকের নাম মো. আব্দুল মান্নান (৬০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, চট্টগ্রামমুখী মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থেমে যায়। আশপাশের লোকজন তখন দেখতে পায়, ট্রাকের কোনো ক্ষতি না হলেও ট্রাক চালক মৃত অবস্থায় চালকের সিটে বসে আছেন। চালকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

চালকের অবস্থা দেখে তারা ধারণা করে, চালক কোনো একসময় স্ট্রোক করেছেন। এ সময় প্রাইভেটকারটিতে কোনো যাত্রী ছিল না। তবে ট্রাকচাপায় কারটি দুমড়ে মুচড়ে গেছে। নিহত ট্রাক চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কার ও ট্রাকটি বারআউলিয়া থানায় রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিএনপির ৫ নেতা বহিষ্কার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২৪ ঘণ্টায় তিন শিশুসহ চার মৃত্যু