চলতি মাসে বয়ে যেতে পারে দুটি মৃদু তাপপ্রবাহ, নিম্নচাপ সৃষ্টির শঙ্কা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৫৪ পূর্বাহ্ণ

জুলাই মাসে দেশের সর্বোচ্চ স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া বর্ষাকাল হওয়ায় মাসটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে বেশি। ফলে আবহাওয়াও থাকে সহনীয়। কিন্তু এবার হতে পারে ব্যতিক্রম। কারণ চলতি জুলাই মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বুধবার ঘোষিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে সম্ভাব্য তাপপ্রবাহের বিষয়টি জানানো হয়। পূর্বাভাস মতে, তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও পাঁচ থেকে ছয়দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাতজনিত কারণে মাসের প্রথমার্ধ্বে দেশের প্রধান নদনদীসমূহের পানি সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। মাসের দ্বিতীয়ার্ধ্বে নদনদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে চট্টগ্রাম বিভাগে ২১ থেকে ২৬ দিন বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হতে পারে ৬৯০ থেকে ৭৯০ মিলিমিটার। গত মাসে (জুন) চট্টগ্রাম বিভাগে ২২ দিন বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রেকর্ডকৃত বৃৃষ্টির গড় পরিমাপ ছিল ৫২৭ মিলিমিটার।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, আজ বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেসাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গতকাল বিকেল ৩টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করল এনবিআর
পরবর্তী নিবন্ধইসলামের নামে সন্ত্রাসবাদের জন্ম দিয়ে যুগে যুগে ধিক্কারের পাত্র ইয়াজিদ