চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৭ দশমিক ১৬ শতাংশ। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ২৮২টি। নতুন শনাক্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৫৮০ জন ও উপজেলার ২৬৮ জন। জেলায় এ পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৩২৬ জনে। এর মধ্যে নগরীর ৫৭ হাজার ৫৮৯ জন ও উপজেলার ১৮ হাজার ৭৩৭ জন। সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রাম জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর করোনার নেতিবাচক তিন মাত্রায় রেকর্ড হয়েছে চলতি মাসেই। এর মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়ে চলতি বছরের ১৩ জুলাই, ১ হাজার ৩ জন। সর্বোচ্চ সংক্রমণ হার নির্ণিত হয় ২৪ জুলাই, ৩৮ দশমিক ৫৪ শতাংশ। করোনায় একদিনে সবচেয়ে বেশি ১৫ রোগীর মৃত্যু হয় ১৯ জুলাই।
এদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম পঁচিশ দিনে চট্টগ্রামে মৃত্যু হয়েছে ১৯০ জনের। গত এপ্রিল, মে ও জুন মাসের প্রথম ২৫ দিনে মৃতের সংখ্যা ছিল ১১৫, ৮০ ও ৫২ জন। নতুন ১২ মৃত্যুর মধ্যে নগরীর ৪ জন ও উপজেলার ৮ জন। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৮৯৭ জন। এতে নগরীর ৫৪৭ জন ও উপজেলার ৩৫০ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ২৮৫ জন। ফলে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৫৪ হাজার ৪৪৬ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন ৭ হাজার ৫৮৪ জন, ঘরে থেকে চিকিৎসা নিয়েছেন ৪৬ হাজার ৮৬২ জন। ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ৪০০ জন এবং ছাড়পত্র নেন ১৬৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৫৮৭ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় সর্বোচ্চ ৪৩ জন, বোয়ালখালীতে ৩৮ জন, সন্দ্বীপে ৩৩ জন, রাঙ্গুনিয়ায় ৩২ জন, চন্দনাইশে ৩০ জন, সীতাকুণ্ডে ১৭ জন, লোহাগাড়ায় ১৬ জন, ফটিকছড়িতে ১৪ জন, মীরসরাইয়ে ১২ জন, হাটহাজারীতে ১০ জন, বাঁশখালীতে ৯ জন, সাতকানিয়ায় ৭ জন, রাউজানে ৪ জন ও আনোয়ারায় ৩ জন রয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।