চরতি ইউপি চেয়ারম্যান রুহুল্লাহর বরখাস্তের আদেশ প্রত্যাহার

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ার চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। ইউপি চেয়ারম্যান মো. রুহুল্লাহ চৌধুরী তার কৃত কর্মের জন্য ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সুপারিশের পরিপ্রেক্ষিতে পূর্বের জারিকৃত বরখাস্তের আদেশ প্রত্যাহার করার বিষয়টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসক চরতি ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালতের আদেশ পালন না করা এবং অর্পিত সরকারি দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারি সম্পদের ক্ষতি সাধন করায় চরতি ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীকে গত ২০ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের শিল্প-বাণিজ্য উপ-কমিটির সদস্য হলেন লায়ন আশরাফুল আলম আরজু
পরবর্তী নিবন্ধঅনশন স্থগিত, ক্লাসে ফিরছেন শিক্ষকরা