চমেক হাসপাতালে নারী দালাল আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক নারী দালালকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে এ ঘটনা ঘটে।

লায়লা নাসরিন পটিয়ার ডাঙ্গাপাড়া গ্রামের রশিদ আহমদের মেয়ে। বর্তমানে তিনি নগরীর বাকলিয়া থানার শান্তিনগরের বগারবিল এলাকায় থাকেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক জানান, হাসপাতালের বহির্বিভাগে সন্দেহজনকভাবে ঘুরাঘুরির করার সময় লায়লা নাসরিন আহমেদ নামের ওই নামের আটক করা হয়। তিনি রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।