চমেক হাসপাতালে দালাল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. দুলাল (৩৫) নামে এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. দুলালের বাড়ি কুমিল্লা জেলার কচুয়া থানায়। তিনি বর্তমানে নগরীর ২ নম্বর গেইট এলাকায় বসবাস করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর আলম আশেক বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ডে নিয়মিত ঘোরাঘুরি করে গ্রেপ্তার দুলাল। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে বাইরে বেসরকারি ল্যাবে নিয়ে যান তিনি। ফার্মেসিগুলোর সঙ্গে যোগসাজশের মাধ্যমে রোগীর স্বজনদের সেখানে নিয়ে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য করে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (গতকাল) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএকুশের চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার
পরবর্তী নিবন্ধহিলভিউ আবাসিকে অস্ত্রের মহড়ার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার