করোনা রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে বর্তমানে হিমশিম অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরাও যেন হাঁফিয়ে উঠেছেন। রোগী কয়েকগুণ বাড়লেও জনবল বাড়েনি করোনা ইউনিটে। এতে করে বর্তমানে দায়িত্ব পালন করা ডাক্তার-নার্সদের যেন হাঁসফাঁস অবস্থা। এই সংকট উত্তরণে করোনা ইউনিটের জন্য আরো জনবল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষরে গত ২৪ জুলাই এ চিঠি পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে বলেন, রোগীর চাপ অস্বাভাবিক বেড়ে গেছে। ডাক্তার-নার্স ও স্বাস্থ্য কর্মীরা অনেকটা ক্লান্ত। বিদ্যমান জনবল দিয়ে সেবা দেয়াটাও কঠিন হয়ে পড়েছে। যার কারণে আমরা আরো জনবল চেয়েছি। অন্তত আরো ৩০ জন ডাক্তার, ৫০ জন নার্সসসহ কিছু স্বাস্থ্য কর্মী চেয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আশা করি কিছুদিনের মধ্যেই মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাব। প্রসঙ্গত, প্রথম দিকে চমেক হাসপাতালের করোনা ইউনিটে একশ শয্যায় করোনা রোগীদের চিকিৎসা দেয়া শুরু হয়। পরে শয্যা বাড়িয়ে দুইশতে উন্নীত করা হয়। বর্তমানে শয্যা সংখ্যা বাড়িয়ে তিনশ করা হয়েছে। কিন্তু তিনশ শয্যার করোনা ইউনিটে গতকাল সন্ধ্যা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ৩৭০ ছাড়িয়েছে। কিছুদিন আগেও এখানে ভর্তি রোগীর সংখ্যা একশ জনের কম ছিল। হিসেবে অল্প সময়ের মধ্যেই করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৩/৪ গুণ বেড়েছে। কিন্তু সে হিসেবে জনবল বাড়েনি। আগের জনবলেই চলছে চিকিৎসা কার্যক্রম।