চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডাক্তারসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন গতকাল সোমবার পৃথক পত্রে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন।
সূত্রে জানা গেছে, চট্টগ্রামের স্বাস্থ্যখাতের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক। এরই সূত্র ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, ১৫ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে নথি তলবের পাশাপাশি ইতোমধ্যে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করে অনুসন্ধানকারী কর্মকর্তা। ধারাবাহিকভাবে গতকাল সোমবার আরো ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হয়। তারা হলেন, চমেক হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা, ডা. আখতারুল ইসলাম, হিসাবরক্ষক শাহজাহান, টেন্ডার শাখার রেকর্ড কিপার মঈনুদ্দিন আহমেদ এবং তার স্ত্রী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কানিজ ফাতেমা ও তাকবির হোসেন। ২৫ ও ২৬ নভেম্বর তাদের প্রয়োজনীয় নথিসহ দুদকে হাজির হতে বলা হয়েছে।