চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। গতকাল সকাল ৯টায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। পরে তিনি হাসপাতালের সকল বিভাগীয় প্রধানের সাথে মতবিনিময় করেন। হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। সঞ্চালনা করেন নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. মো. রবিউল করিম।
মতবিনিময় সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা–কর্মচারীকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়া হাসপাতালের অগ্রযাত্রা ধরে রাখার আহ্বান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেক চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চমেক হাসপাতালের উপ–পরিচালক ডা. অং সুই প্রু মারমা, রেডিওথেরাপি ও ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ, রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদা, নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাসানুজ্জামানসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলা ও চমেক শাখার নেতৃবৃন্দ।