চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও চবি চিকিৎসা অনুষদের সাবেক ডিন, চিকিৎসা বিজ্ঞান বিষয়ক লেখক ও সাহিত্যিক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী গতকাল বুধবার সকালে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মরদেহ বারডেমের মরচুয়ারিতে রাখা হয়েছে। ডা. শুভাগত চৌধুরীর দুই মেয়ের একজন কানাডায় এবং অপরজন অস্ট্রেলিয়ায় থাকেন। তারা আসার পর আগামীকাল শুক্রবার প্রয়াতের শেষকৃত্য করা হবে। তিনি ষাটোর্ধ গ্রন্থের প্রণেতা এবং বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত বিজ্ঞান লেখক। অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী শান্তিনিকেতনে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তাঁর পিতা শৈলেন্দ্র কুমার চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার আকিলপুর গ্রামের জমিদার ছিলেন এবং মাতা ড. মঞ্জুশ্রী চৌধুরী ছিলেন একজন প্রথিতযশা লেখিকা। ১৯৪৭ সালে সিলেটে জন্ম নেওয়া ডা. শুভাগত পড়াশোনা করেছেন দেশে–বিদেশে। চিকিৎসা বিষয়ে গবেষণা করেছেন লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে।