চমেক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৩২৪ সেশনের প্রথম বর্ষের (৬৬তম ব্যাচ) শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস সম্প্রতি শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস্‌ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুন নাহার, চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, হোস্টেল কমিটির সভাপতি ও অর্থো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. অং সুই প্রু মারমা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। উপস্থিত ছিলেন প্রথম বর্ষের চমেক ৬৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা ও অভিভাবকসহ বিভাগীয় প্রধান, ফেইজ১ এর সকল শিক্ষক, ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. রবিউল করিম। চট্টগ্রাম মেডিকেল কলেজের ইতিহাস ঐতিহ্য এবং কলেজের প্রসপেক্টাস ও কারিকুলাম মাল্টিমিডিয়া প্রদর্শন করেন ডার্মাটোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার ঘোষ। চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস্‌ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুন নাহার একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া পেশাগত পরীক্ষায় পাস করা সর্বোচ্চ মেধাস্থান অর্জনকারী কৃতী চিকিৎসক ও শিক্ষার্থীদের ‘ওপ্রিন্সিপ্যালস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ’এবং বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। এবছর মোট ৪ জন নবীন চিকিৎসক ও ৩ জন ৫ম বর্ষের শিক্ষার্থী এ পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এন্ড্রোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারহানা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ-নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পথ প্রদর্শক
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ