২০২১-২০২২ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তিকৃত ১ম বর্ষ এমবিবিএস (৬৪তম ব্যাচ) ও বিডিএস (৩৩তম ব্যাচ) শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের ‘প্রিন্সিপাল’স গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. তারেক শামস। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের ইতিহাস ঐতিহ্য এবং কলেজের প্রসপেক্টাস ও কারিকুলাম মাল্টিমিডিয়া প্রদর্শন করেন ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার ঘোষ।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনোয়ার উল হক, ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আকরাম পারভেজ চৌধুরী, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আশরাফুজ্জামান, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী, রেডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুভাষ মজুমদার, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মতিয়ার রহমান খান, অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক চন্দন কুমার দাস, হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গোলাম রাব্বানীসহ বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।