চমেকে বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ‘বিশ্ব ব্লাড ক্যান্সার দিবস’ উপলক্ষে ‘বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন’ এর ওপর এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে চমেকের শাহ আলম বীর উত্তম অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনার প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সহযোগী অধ্যাপক ডা. কামরুল হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেলিস্ট হিসাবে ছিলেন রেডিওথেরাপি বিভাগে অধ্যাপক ডা. সাজ্জাদ এম ইউসুফ ও হেমাটোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী। সেমিনারে দেশের তথা চট্টগ্রামের দরিদ্র রোগীদের দুরারোগ্য ব্লাড ক্যান্সার চিকিৎসার সহজ ও সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে মোবাইল সাংবাদিকতা রিপোর্র্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ