চমেকে ওয়ার্ল্ড থ্রোম্বসিস দিবস উদযাপন

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৯ পূর্বাহ্ণ

ঝুঁকিপূর্ণ জনসাধারণের মধ্যে প্রাণঘাতী হার্ট অ্যাটার্ক ও স্টোকের প্রধান কারণ অস্বাভাবিক রক্ত জমাট প্রক্রিয়া তথা থ্রোম্বসিস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ১৩ অক্টোবর ওয়ার্ল্ড থ্রোম্বসিস দিবস উদযাপন উপলক্ষে আই’স ওপেন টু থ্রোম্বসিস এই প্রতিপাদ্যের ভিত্তিতে হেমাটোলজি (রক্ত ও রক্তরোগ) বিভাগ প্রথমবারের মত আয়োজিত শোভাযাত্রা কলেজ চত্বরে বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রব্বানীর নেতৃত্বে বের হয়। শোভাযাত্রা শেষে বিভাগীয় ক্লাস রুমে পালমোনারী থ্রোম্বসিসে থ্রোম্বএমবলিক ক্যাটাস্টরফ্‌ ইন পোস্ট কবিড স্টেট্‌ এর উপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধটি উপস্থাপন করেন স্নাতকোত্তর শিক্ষার্থী তুলি দত্ত। অনুষ্ঠানে তাদের মধ্যে প্রসূতি বিভাগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নিউরোসার্জারি, অর্থোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান যথাক্রমে অধ্যাপক নোমান খালেদ চৌধুরী ও অধ্যাপক চন্দন কুমার দাশ উপস্থিত ছিলেন। সেমিনারে দীর্ঘমেয়াদী হাসপাতাল ভর্তি, অস্ত্রোপচার, বিমানভ্রমণ প্রসব ও কোভিড পরবর্তী থ্রোম্বসিসে মৃত্যুঝুঁকি ও এর উপর করণীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থানা ছাত্রদলের কর্মী সভা
পরবর্তী নিবন্ধকর্মের মাঝেই বেঁচে থাকবেন প্রকৌশলী আলী আশরাফ