চমেকে ইন্টারনাল মেডিসিন ডে পালিত

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

সমন্বিত বিশেষায়িত চিকিৎসার জন্য মেডিসিন বিশেষজ্ঞই ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পালিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ডে।

দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চ ও চমেক মেডিসিন বিভাগ যৌথভাবে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চের সভাপতি ও চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তারেক শামসের সঞ্চালনায় আলোচনায় সভায় অন্যদের বক্তব্য দেন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ, সহযোগী অধ্যাপক ডা. আবদুর রব, ডা. আবু নাসের, ডা. এএসএম জাহেদ।

ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চের সাধারণ সম্পাদক ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাবীবুর রহমান। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ডায়রিয়ায় সাংবাদিক কন্যার মৃত্যু
পরবর্তী নিবন্ধমোবাইল চুরির অভিযোগ, সদরঘাটে দুই যুবককে গণপিটুনি