চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নতুন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুর রব।
গতকাল স্বাস্থ্য ও শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে বর্তমান উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আর না হলে ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।