চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট পরিদর্শনে প্রফেসর (ডাঃ) এম এ হাই

| শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের কিংবদন্তী ক্যান্সার চিকিৎসক, সার্ক ফেডারেশন অফ অনকোলজির সাবেক প্রেসিডেন্ট ও অনকোলজি ক্লাব অব বাংলাদেশের চেয়ারপারসন প্রফেসর (ডাঃ) এম এ হাই গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন করেন।

এ সময় দেশের ক্যান্সার চিকিৎসার আরও দুই দিক পাল প্রফেসর (ডাঃ) কামরুজ্জামান চৌধুরী ও মেজর জেনারেল প্রফেসর (ডাঃ) আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ উপলক্ষে হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটের বোর্ড রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) সৈয়দ আজিজ নাজিমউদ্দিন, ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও বিভাগীয় প্রধান (অনকোলজি) ডাঃ শেফাতুজ্জাহান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর (ডাঃ) এম এ হাই চট্টগ্রামে এ ধরনের একটি ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য হাসপাতালের পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) প্রফেসর (ডাঃ) পারভিন সাইদা আক্তার, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, এনআইসিআরএইচের এসিসটেন্ট প্রফেসর (ডাঃ) রফিকুল ইসলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজের এসিসটেন্ট প্রফেসর (ডাঃ) এসতেফসির হোসাইন, এনআইসিআরএইচের চীফ মেডিকেল অফিসার ডাঃ এটিএম কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে প্রধান অতিথি ব্রেস্ট ক্যান্সারের উপর আয়োজিত একটি সেমিনারের উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিশেষায়িত চিকিৎসায় প্রশিক্ষিত নার্স সময়ের দাবি