চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির ইফতার মাহফিল গত ১ এপ্রিল চিটাগাং ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ ইমাম আলি, প্রফেসর ড. ওবায়দুল করিম, প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, প্রফেসর লুৎফুন নাহার বেগম, ড. মোহাম্মদ হানিফ, রোকসানা ইসলাম রীতা, রাশেদ মনোয়ার, আবুল কালাম আজাদ, লায়ন সিরাজুল হক আনসারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক নাসির হায়দার, সমাজতত্ত্ব বিভাগের বর্তমান শিক্ষক, চবি অ্যালামনাই এসোসিয়েশন, সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম ধারাবাহিক মানবিক কার্যক্রম তুলে ধরেন। এরই অংশ হিসেবে চিকিৎসা সহায়তা তহবিল থেকে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ২ জন প্রাক্তন ছাত্রকে চিকিৎসা সহায়তা হস্তান্তর করা হয়। কল্যাণ তহবিল গঠনের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়া হয়। সমিতির সদস্যরা যার যার সামর্থ্য অনুযায়ী এ কল্যান তহবিলে অর্থ সহায়তা প্রদান করতে পারবেন। সমিতির সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ইফতার মাহফিলে সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মিজানসহ সমাজতত্ত্ব পরিবারের প্রাক্তনীদের রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।