চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে এক নারী। গত মঙ্গলবার বিকেলে নগরীর জিইসিতে রাস্তায় হেনস্তার অভিযোগ এনে রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে খুলশী থানায় এ মামলা দায়ের করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।