চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা মিলে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে বর্ষাবরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও ফলাহার উৎসব। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
মুখ্য আলোচক ছিলেন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর সুকান্ত ভট্টাচার্য। শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ড. সজীব কুমার ঘোষ। সমিতির সভাপতি প্রফেসর সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, ড. রাহমান নাসির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীব কুমার ঘোষ আজাদীকে বলেন, আমাদের একটি সাংস্কৃতিক কমিটি আছে। এই কমিটি বছরে অনেকগুলো অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে থাকে। সেই মোতাবেক আমাদের এই অনুষ্ঠান। তিনি বলেন, দুই মাস আগে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। শিক্ষকেরা নিজেদের মত করে প্রস্তুতি নিয়েছেন। আমরা বর্ষাবরণকে সুন্দর করে সাজানোর জন্য ফলের বিষয়টাও রেখেছি।