পরীক্ষার হলে নকল ধরাকে কেন্দ্র করে চবি নাট্যকলা বিভাগের প্রভাষক তানভীর হাসান মিথুনকে ছাত্রলীগ নেতা রাজু মুন্সির হুমকির প্রতিবাদ জানিয়েছে চবি শিক্ষক সমিতি। এছাড়া শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ও শিক্ষিকা আমোদিনী পালকে হেনস্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
গতকাল সোমবার সংগঠনটির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।