চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে পুনরায় চালু হলো প্যাথলজি বিভাগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন এ উদ্যোগে শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই মানসম্মত চিকিৎসা সেবা পাবেন। যার উদ্বোধন হবে আজ। নতুন করে চালু হওয়া এ বিভাগে মোট ২১ ধরনের পরীক্ষা করানো যাবে। এসব পরীক্ষা শিক্ষার্থীরা স্বল্প মূল্যে করাতে পারবেন।
জানা যায়, পূর্বে চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ থাকলেও মানসম্মত সেবার অভাব ছিল প্রকট। চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীদের নানা ভোগান্তি পোহাতে হতো। ডাক্তার পরীক্ষার পরামর্শ দিলেও অসুস্থ ব্যক্তিকে শহরের বিভিন্ন হাসপাতালে ছুটতে হতো। নতুন করে বিভাগ চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা।
চবি শিক্ষার্থী মো. বাঁধন মিয়া বলেন, আগে আমাদের পরীক্ষা করাতে ক্যাম্পাসের বাইরে যেতে হতো। এতে সময় ও অর্থ–দুটোই নষ্ট হতো। এখন মেডিকেলের ভেতরে সেবা পেলে শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা হবে।
চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, চবি মেডিকেলে উন্নতমানের সরঞ্জাম থাকলেও দক্ষ লোকবল না থাকায় এতদিন পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হয়নি। বর্তমান প্রশাসন পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়েছে। আশা করছি শিক্ষার্থীরা এখন আর ভোগান্তিতে পড়বেন না।
বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্যাথলজিকে আধুনিকায়ন করি। মেডিকেল ল্যাব টেকনেশিয়ান নিয়োগ করি। আগামীকাল (রোববার) থেকে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে প্রয়োজনীয় প্রাথমিক সকল টেস্ট করাতে পারবে। আমাদের আরো অনেক কাজ করতে হবে। আস্তে আস্তে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে একটি হসপিটালে রূপান্তরিত করব। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।