চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের বরণ ও বিদায় অনুষ্ঠান গতকাল রোববার কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইনের সভাপতিত্বে ও বিভাগের প্রভাষক সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক হাসনাইন ইস্তেফাজ ও সাহানা পারভীন।
উপাচার্য বলেন, নবীনরা অনেক সৌভাগ্যবান। তারা এ বিশ্ববিদ্যালয়ের বড় সমাবর্তন দেখেছে। একটি কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এ বিভাগে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ পেয়েছে, তা কাজে লাগাতে হবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শেষ করার পরামর্শ দেন তিনি।
উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের এ বিভাগ তথা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না ভেবে সারা পৃথিবীর একজন শিক্ষার্থী ভেবে নিজেদেরকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান। তিনি বিদায়ীদের এ বিশ্ববিদ্যালয়ের এলামনাই হিসেবে বিভাগ তথা এ বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আহবান জানান।
উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, এ বিভাগ জাতীয় ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ। আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে এ বিভাগের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এত সীমাবদ্ধতার মধ্যেও এ বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে। এ জন্য তিনি তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানান। উপ–উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও মেধার মূল্যায়নের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাদিয়া বিনতে ইয়াকুব, কায়েস মো. সাইফুল্লাহ, সূমী আখতার, মুজাহিদুল ইসলাম, রিফাত হোসেন, মিথিলা ফারজানা ববি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।