চবি প্রীতিলতা হলের প্রভোস্টের রুমে তালা

খাবারের নিম্নমান-ছাত্রীকে হেনস্তাসহ নানা অভিযোগ

চবি প্রতিনিধি | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

ক্যান্টিনের খাবারের নিম্নমান ও আবাসিক শিক্ষকরা হলে না আসা ও এক ছাত্রীকে হল কর্মচারী কর্তৃক হেনস্তাসহ নানা অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষকদের ভিতরে রেখে রুমে তালা দিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শিক্ষকরা মিটিংয়ে বসলে বাহির থেকে রুমে তালা দিয়ে শিক্ষার্থীরা এই আন্দোলন করে।
বেলা ১টা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর প্রক্টরিয়াল বডি এসে শিক্ষার্থীদের দাবি দাওয়া শুনেন এবং হল কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসেন। এসময় শিক্ষার্থীরা লিখিত তাদের দাবিগুলো জমা দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, হল অফিসের কর্মচারী হেলাল একই সঙ্গে অফিস ও ক্যান্টিন ম্যানেজার হিসেবে দায়িত্বে আছেন। খাবারের মান নিয়ে কথা বললে এক ছাত্রীকে হেনস্তা করেন তিনি। এর আগেও হেলাল এ রকম করেছে। এর কোনো প্রতিকার হচ্ছে না। দীর্ঘদিন হলের ক্যান্টিনের নিম্নমানের খাবার, হলের কর্মচারীদের বাজে আচরণ ও শিক্ষকরা নিয়মিত হলে আসেন না। এছাড়া হলের সিট বণ্টন নিয়েও ঝামেলা রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বলেন, অনেকেই বিভিন্ন প্রভাব খাটিয়ে হলে অবস্থান করছে। প্রয়োজনীয় সময় হলে পানি থাকে না। পানির ফিল্টারও নাই। শিক্ষার্থীদের দাবি, হাউস টিউটরদের হলে উপস্থিত থাকা, আবাসনের সমতা বণ্টন, হল-ডাইনিংয়ে কর্মচারীদের খারাপ ব্যবহারের প্রতিকার করা, পানি সংকট নিরসন, হলের সংস্কার কাজ তাড়াতাড়ি সম্পন্ন করা, খাবারের মান বাড়ানো এবং মূল্যতালিকা প্রভোস্ট কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এসব সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানান। প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা বলেন, আমরা ভিতরে মিটিং করছিলাম। জানি না কেউ বাহির থেকে তালা দিয়েছে কিনা। শিক্ষার্থীদের দাবি দাওয়া থাকলে সেটা জানাবে, আমরা ব্যবস্থা নেব। অভিযোগ জমা দিলে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসের ৯ কর্মকর্তা-কর্মচারীসহ ৩৭ জনের বিরুদ্ধে দুদকের ১১ মামলা
পরবর্তী নিবন্ধকেন বার বার সংঘর্ষ