সমপ্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগে অর্থ কেলেঙ্কারি, প্রক্টর নিয়োগ, স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ছবি ও জয় বাংলা স্লোগান ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
গতকাল শনিবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও প্রগতিশীল ছাত্র–শিক্ষক সমাজের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন আয়োজন করা হয়। চবি ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুব এলাহীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি হারুন উর রশীদ জুয়েল, সাবেক ছাত্রনেতা মীর্জা টিপু, রেজাউল হাসান নগেন, আমিমুল আহসান সুমন, মোহাম্মদ ইউসুপ, তারেক আলম, কামরুল হুদা হিমু, নাজমুল আলম ইমন প্রমুখ।
চবি ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুব এলাহী বলেন, ঈদের পূর্বে উপরোল্লিখিত যৌক্তিক দাবিসমূহ মানা না হলে বর্তমান উপাচার্যের পদত্যাগের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।












