চবি পরিবহন দপ্তরে গাড়ি রাখার শেড নির্মাণের ভিত্তি স্থাপন

| শুক্রবার , ১০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চবি পরিবহন দপ্তরে বিদ্যমান গাড়িসমূহ রাখার জন্য নতুন শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর গত ৯ সেপ্টেম্বর স্থাপন করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান ও চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। তাছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অধিকতর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিক। সময়ের প্রয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলেও গাড়িগুলো রাখার মতো পর্যাপ্ত শেড নেই। শেড নির্মিত হলে গাড়ি রাখার দীর্ঘদিনের সমস্যা অনেকাংশে দূর হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চবি পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল, চবি সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ক্লাবের আয়োজনে শরৎ উৎসব
পরবর্তী নিবন্ধআগুনে পোড়ে নাই