চবি চ্যাপ্টারের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন টিম এডুকেশন

জাতীয় পলিসি প্রতিযোগিতা

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৮ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহায়তায় অনুষ্ঠিত হলো ‘জাতীয় পলিসি প্রতিযোগিতা ২০২৫’ এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের চূড়ান্ত পর্ব। গতকাল বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়েছে।

তারুণ্যের উৎসব ২০২৫ এবং জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘একটি নতুন দিকে বাংলাদেশ : ভবিষ্যতের জন্য শিক্ষা ও রূপান্তর’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নীতি নির্ধারণ, উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে উৎসাহিত করাই এর উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

চূড়ান্ত পর্বে নির্বাচিত ৫টি টিম ১৫ মিনিট করে তাদের প্রেজেন্টেশন প্রদান করে। সেখান থেকে চ্যাম্পিয়ন হয় টিম এডুকেশন, যারা জাতীয় রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়। এর আগে ৩৯টি টিম প্রেজেন্টেশন ও শর্ট ভিডিওর মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়, সেখান থেকে ৫টি টিম চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়। শিক্ষার্থীরা তাদের উপস্থাপনায় শিক্ষা খাতের বিভিন্ন পলিসি ও প্রস্তাবনা তুলে ধরে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, প্রতিযোগিতায় প্রথম হয়েছে টিম এডুকেশন, দ্বিতীয় টিম জেনজারি ও তৃতীয় টিম ফিনিক্স। প্রথম স্থান অধিকারী টিমকে ৪৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারী টিমকে ৩০ হাজার ও তৃতীয় স্থান অধিকারী টিমকে ১৫ হাজার নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট ও লকেট প্রদান করা হয়। বক্তব্য দেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মো. আয়মন হাসান রাহাত।

পূর্ববর্তী নিবন্ধনিঃস্বার্থ নবজীবনের যুগপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধবিমানবন্দর সড়কে নাসা গ্রুপের কারখানা শ্রমিকদের বিক্ষোভ