চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:৩৯ পূর্বাহ্ণ

চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা সভায় বক্তারা বলেছেন, গণিত বিশ্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে গণিত অবিস্মরণীয় ভূমিকা পালন করে থাকে। গণিতের কারণেই কঠিন জটিল বিষয়গুলো হয়ে যায় সহজ। গত শুক্রবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে এসোসিয়েশনের সহসভাপতিচট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর হাসানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের গণিতের বিভাগীয় প্রধান শিপন চন্দ্র দেবনাথের সঞ্চালনায়

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, চুয়েট গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিতের বিভাগীয় প্রধান ইফতেখার মুনির, প্রবীণ আইনজীবী এস এম শাহনূর, সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন, সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজীব কর্মকার, সংগঠক পরিমল ধর, পেট্রোলিয়াম করপোরেশনের জিএম (অর্থ) মনিলাল দাশ, মো. মাজহারুল হক, অধ্যাপক মোহাম্মদ আজিজ অধ্যাপক বিধান দত্ত, আবুল খায়ের গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ইমরুল কাদের ভূঁইয়া, বাওয়া কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ হাসান, ব্যাংকার ভোলানাথ দত্ত, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, নৌবাহিনী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস, সিজিএিস এর সিনিয়র শিক্ষক শ্রীবাস দাশ, নজরুল ইসলাম, উত্তম দাশগুপ্ত প্রমুখ। বক্তারা বলেন, প্রফেসর আমিরুল মোস্তফা একজন মেধাবী শিক্ষক। তাঁর দক্ষ নেতৃত্বে ইতোপূর্বে বিভিন্ন অনুষ্ঠান ও সংগঠন পরিচালিত হতে দেখেছি আমরা। আগামীতেও শিক্ষা বোর্ড পরিচালনায় আমরা তাঁর কৌশলী নেতৃত্ব প্রত্যাশা করবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতিন দিন পর আহত এক ভাইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধইয়াবা উদ্ধারের মামলায় যুবকের যাবজ্জীবন