চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে টোটাল ফিটনেস বিষয়ক সেমিনারের আয়োজন করে। চবি আইইআর ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক জেরিন আক্তারের সঞ্চালনায় এতে আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের টোটাল ফিটনেসের মাস্টার ট্রেইনার তন্ময় আহমেদ।
সভাপতিত্ব করেন মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা। উপস্থিত ছিলেন মার্কেটিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক তানিয়া করিম। দুই ঘন্টা ব্যাপী প্রোগ্রামটি আলোচনা, ডকুমেন্টারি, যোগব্যায়াম ও মেডিটেশনের মধ্য দিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।










