চবি ওশানোগ্রাফি বিভাগের নবীন বরণ, বিদায় ও গুণীজন সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুল ইসলাম। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দীনের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ–উন–নবী। স্বাগত বক্তব্য রাখেন ওশানোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল আলম (শাহীন) এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার। উপাচার্য বলেন, বাংলাদেশে প্রথম সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এ অনুষদের বিভিন্ন বিভাগ থেকে বহু মেধাবী শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে দেশ–বিদেশে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ পদে অধিষ্ঠিত থেকে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন।
উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য এ বিভাগে ভর্তি হওয়ার যে সুযোগ শিক্ষার্থীরা পেয়েছে তার সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে তাদের পূর্বসূরীদের সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট হবে। তিনি এ অনুষদে ওশানোগ্রাফি বিভাগসহ অন্যান্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জ্ঞান–গবেষণার যে সুযোগ ও নান্দনিক পরিবেশ সৃষ্টি হয়েছে তা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ, যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে দেশ–জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার আহবান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন প্রত্যাশা করেন। পরে উপাচার্য এলামনাই ও অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন এবং এলামনাই সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী অলয় দাশ মিথুন ও ইশরাত জাহান ইলা। প্রেস বিজ্ঞপ্তি।