চবি এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীর প্রস্তুতি সভা

হেলপ ডেস্ক চালু

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

চবি এলামনাই এসোসিয়েশনের আসন্ন ২৬ এপ্রিল ঈদ পুনর্মিলনী ও কীর্তিমান চবিয়ান যারা বিগত সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছে তাদের সংবর্ধনা উপলক্ষে গতকাল শুক্রবার কাজীর দেউড়িস্থ ৩১ ক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলামনাই এসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী যাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে, তারা ০১৩১২ ১৮১১৬৬ নম্বারে যোগাযোগ এবং রেজিস্ট্রেশন বিষয়ে যে কোনো সমস্যার জন্য সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাজীর দেউড়িস্থ এপোলো শপিং সেন্টারের ৩য় তলায়, ৩১ ক্লাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন– https://cu-alumni.org/public_event.php রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় আগামী ২২ এপ্রিল। সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহসভাপতি, পুনর্মিলনী ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন, পুনর্মিলনী ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব কামরুল হাসান হারুন, প্রাক্তন সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, সংগঠনের সহ সভাপতি আবুল কদরও ছৈয়দ সগীর আহমদ, কোষাধ্যক্ষ কাজী মাহমুদ ইমাম বিলু , যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কাজী মো. শামীম, রাশেদ মনোয়ার, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, মো. শাহ আলম, দপ্তর সম্পাদক দাউদ আবদুল্লাহ লিটন বশির, মহিউদ্দিন বাদল, জহিরুল আলম, হানিফ নেজা হেনা, সামসুর রহমান রাকিব, শহিদুল কাউসার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ মহিলা আ’লীগ নেত্রী নীলুফার কায়সারের ১৫তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধআমরা সংগ্রাম আরও বেগবান করব : ফখরুল