চবি এমবিএ অ্যাসোসিয়েশনের ব্যাচ কোঅর্ডিনেটরস সম্মেলন

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ অ্যাসোসিয়েশনের ব্যাচ কোঅর্ডিনেটরস সম্মেলন চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে ব্যবস্থাপনা, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২৯ টি ব্যাচের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও অ্যালামনাইদের জন্য সংগঠনের কার্যকারিতা বৃদ্ধি এবং সুযোগসুবিধা উন্নত করার বিষয়ে গঠনমূলক আলোচনা এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল।উদ্বোধনী বক্তব্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএনএম ওয়াজেদ আলী সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দিন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সংগঠনের কার্যকারিতা বাড়ানোর জন্য কৌশলগত উদ্যোগ এবং সম্ভাব্য সহযোগিতার দিক তুলে ধরেন।

সম্মেলনে বিভিন্ন ব্যাচের কোঅর্ডিনেটরগণ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের সম্পৃক্ততা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, এবং অ্যালামনাই নেটওয়ার্কিং উন্নত করার জন্য নতুন ধারণা উপস্থাপন করেন। আলোচনা পর্বে মেন্টরশিপ প্রোগ্রাম, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা এবং শিক্ষার সাথে শিল্পের প্রয়োজনীয়তার সংযোগ স্থাপনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা এনামুল হক টিটু, ট্রেজারার হাসান মাহমুদ এবং এঙিকিউটিভ কমিটির সদস্য জাহেদুর রহমান,নুর মোহাম্মদ বাবু, জাহেদুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মপুর দরবার শরীফে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধউছুলে ছাবআ অনুসরণ করলে সমাজে শান্তি বিরাজ করবে