চবি উপাচার্যকে শান্তনু বিশ্বাসের ‘প্রসেনিয়াম’ শীর্ষক নাট্যপত্র উপহার প্রদান

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:২৭ অপরাহ্ণ

নাট্যকার শান্তনু বিশ্বাস সম্পাদিত ‘প্রসেনিয়াম’ শীর্ষক একটি নাট্যপত্র গতকাল সোমবার চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নিকট হস্তান্তর করেন কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সভাপতি, নাট্য নির্দেশক ও অভিনেত্রী প্রয়াত শান্তনু বিশ্বাসের সহধর্মিণী শুভ্রা বিশ্বাস। এ সময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, নাট্যকলা বিভাগের প্রফেসর ড. কুন্তল বড়ুয়া এবং নাট্যকার শাহরিয়ার শান্তনু উপস্থিত ছিলেন। একটি গুরুত্বপূর্ণ নাট্যপত্র উপহার দেয়ায় উপাচার্য তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, নাটক হলো সমাজের প্রতিচ্ছবি, সমাজ বিনির্মাণের হাতিয়ার। নাটক একদিকে যেমন সমাজের অসঙ্গতি তুলে ধরে; তেমনি দর্শক সমাজকে আনন্দের খোরাক যোগায়। উপাচার্য শান্তনু বিশ্বাস সম্পাদিত তাঁর আরও অন্যান্য লেখালেখি পাঠক সমাজে তুলে ধরার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন দিশারী খেলাঘর আসরের উদ্যোগ
পরবর্তী নিবন্ধহাসনাবাদে ২৫ দুস্থ পরিবারকে সেলাই মেশিন ও ছাগল প্রদান