চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি না টানানোর অভিযোগে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অফিসার সমিতির নেতৃবৃন্দের শাস্তি কামনা করে চবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে ছাত্রলীগ নেতাকর্মীরা। চবি ছাত্রলীগ নেতা মো. ফোরকানুল আলমের সঞ্চালনায় এতে বক্তারা অফিসার সমিতির সভাপতি ও সম্পাদকসহ বর্তমান কমিটিকে পদত্যাগের আহ্বান জানান। এ বিষয়ে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজাদীকে বলেন, আমরা বিষয়টি জেনেছি। বিষয়টি উপাচার্য মহোদয়কে অবহিত করেছি। এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমরা অফিসার সমিতির কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে শাস্তির ব্যবস্থা না করলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাব।