চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একযোগে ৯টি অনুষদের ডিন, ১৪টি আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়। আজ সোমবার থেকে তারা সংশ্লিষ্ট পদে দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার। আগামী এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ অনুষদের ডিনদের অব্যহতি দিয়ে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী ডিন নির্বাচন কিংবা পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
নতুন ডিনরা হলেন চবির কলা ও মানববিদ্যা অনুষদে দর্শন বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদে ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদে ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এস.এম. নছরুল কদির, সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদে আইন বিভাগের প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদে ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সের প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন। এছাড়া উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন। আবাসিক হলগুলোতে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। প্রভোস্টরা হলেন শাহজালাল হলে মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফুয়াদ হাসান, শাহ্ আমানত হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, আলাওল হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, এএফ রহমান হলে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রসায়ন বিভাগের প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, শহীদ আব্দুর রব হলে পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, মাস্টার দা সূর্যসেন হলে বন ও পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা।
এছাড়া মেয়েদের আবাসিক হলগুলোর মধ্যে প্রীতিলতা হলের প্রভোস্ট আইন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, শেখ হাসিনা হলে আইন বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আফরোজ, শামসুর নাহার হলে ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. সোনিয়া হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এসএম রফিকুল ইসলামকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এক বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োদ দেওয়া হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সফিকুল ইসলামকে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মো. কামাল উদ্দিনকে।
বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, নিয়োগপ্রাপ্তরা পদ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদি যোগদানের তারিখ হতে ভোগ করবেন।
নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আজাদীকে বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভিসি মহোদয়ের প্রচেষ্টাকে মিল রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতাপূর্ণ করে গড়ে তোলা হবে। বিশ্ববিদ্যালয়ের পূর্বের ইমেজ ফিরিয়ে আনা হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ এবং গবেষণায় জোর দেওয়াসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে শতভাগ আমাদের প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থীদের সকল সমস্যায় পাশে থাকার চেষ্টা করবো।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ আজাদীকে বলেন, একযোগে সব অনুষদের ডিন, সব আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এরপর প্রশাসনের অন্যান্যরা নিয়োগ পাবেন। এখন দ্রুত আবাসিক হলগুলোর সিট বণ্টন করা হবে, এরপর ক্লাস–পরীক্ষা নেওয়া শুরু হবে।