চবির ৪ হলে তল্লাশি, ২৩ জনের আইডি কার্ড জব্দ

বন্ধ ক্যাম্পাসে অবৈধভাবে বসবাস

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বন্ধ ক্যাম্পাসে অবৈধভাবে আবাসিক হলে অবস্থান করছে এমন অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি হলে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ। এসময় দুই হলে ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ করে প্রক্টরিয়াল বডি। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় এ তল্লাশি চালায় কর্তৃপক্ষ। শাহজালাল, শাহ আমানত, স্যার এ এফ রহমান এবং আলাওল হলে এ তল্লাশি অভিযান চালানো হয়।
জানা যায়, অভিযুক্ত ২৩ ছাত্র ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, তারা শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসের অনুসারী। বের করে দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর হল খুলে দেয়ার দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তারা মানববন্ধন করে। মানববন্ধন শেষে পাঁচটি দাবি নিয়ে স্মারকলিপিও দেয় প্রশাসনকে। তাদের দাবি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরীক্ষার জন্য ক্যাম্পাসে এসেছি। টিউশনও পাচ্ছি না। হল না খোলায় প্রচণ্ড আবাসিক সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। তাই অমানবিক না হয়ে হল খুলে দিন।
জানা যায়, গত কয়েক মাস ধরে শাহ আমানত হলে ছাত্রলীগের শাখা সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা অবস্থান করে আসছিল। ক্যাম্পাসে আসলে সভাপতি নিজেও আমানত হলে অবস্থান করেন। তল্লাশির সময়ও রুবেল সেখানে ছিলেন বলে জানা গেছে। পরে প্রক্টরিয়াল বডির উপস্থিতি টের পেয়ে পিছনের দেয়াল বেয়ে সটকে পড়েন। তবে বিষয়টি অস্বীকার করে রেজাউল হক রুবেল আজাদীকে বলেন, আমি হলে ছিলাম না। ক্যাম্পাসে গেলে মা কটেজে থাকি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজাদীকে বলেন, চার হলে আমরা অভিযান চালিয়েছি। এফ রহমান হলে ২০ জন এবং আলাওলে ৩ জন শিক্ষার্থীকে অবৈধভাবে পেয়েছি। তাদের আইডি কার্ড জব্দ করা হয়েছে। পরে তারাই মানববন্ধন করেছে হলে খোলার দাবিতে। স্মারকলিপিও দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিকা গ্রহীতার সংখ্যা বেড়েছে
পরবর্তী নিবন্ধঅভ্যুত্থানের পক্ষে সাফাই জেনারেলের নতুন নির্বাচনের প্রতিশ্রুতি