চবি’র ১ নম্বর গেট সংলগ্ন মহাসড়কে ফুট ওভার ব্রিজ চাই

| বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

পাহাড়-সবুজে ঘেরা দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রবেশধার তথা প্রধান ফটক ১ নম্বর গেট সংলগ্ন হাটহাজারী মহাসড়কে একটি ফুট ওভার ব্রিজ নিমার্ণ করা খুবই আবশ্যক হয়ে পড়েছে। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মালবাহী ট্রাক, পিকআপ এবং যাত্রীবাহী যানবাহন চলাচল করে। এখানে কোনো ফুট ওভার ব্রিজ না থাকায় চলন্ত গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে জীবনের কঠিন ঝুঁকি নিয়েই পার হতে হয় অসংখ্য শিক্ষার্থী ও পদচাবীদের। গত ২০ অক্টোবর এখানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জন ব্যক্তি মারা যায় এবং আহত হয় বেশ কয়েকজন। এই তো সম্প্রতি আমি আর আমার বন্ধু সিফাত ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্য যাওয়ার জন্য রাস্তায় পারাপার হচ্ছিলাম। হঠাৎ করে পেছন থেকে এক গাড়ির ধাক্কায় পড়ে যায় সিফাত। অল্পের জন্য প্রাণে বেচেঁ যায় সে। এরকম ছোট বড় দুর্ঘটনা প্রায়শই ঘটছে এখানে। তাই, এসব দুর্ঘটনা এড়াতে এবং শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনতিবিলম্বে ১ নম্বর গেট সংলগ্ন এই মহাসড়কে ফুট ওভার ব্রিজ নিমার্ণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মো. শাকিল আহম্মেদ,
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধআব্বাস উদ্দীন আহমদ: কালজয়ী লোকসংগীত শিল্পী
পরবর্তী নিবন্ধসম্পর্ক