চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অবসরপ্রাপ্ত প্রফেসর ড. খান তৌহিদ ওসমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
ড. খান তৌহিদ ওসমানের মৃতদেহ গাজীপুরের কাপাসিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন কাজ সম্পন্ন হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. শফীকুল ইসলাম।
তিনি বলেন, “গতরাতে ‘তৌহিদ স্যার’ নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুসের বিভিন্ন জটিলতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সপ্তাহেও তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”
প্রফেসর ড.খান তৌহিদ ওসমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চবি উপাচার্য ড. শিরীণ আখতার।
এক শোক বাণীতে চবি উপাচার্য বলেন, “প্রফেসর ড. খান তৌহিদ ওসমান ছিলেন অত্যন্ত শান্ত, অমায়িক, সদালাপী, বন্ধুবৎসল। সর্বোপরি একজন আদর্শ শিক্ষক ছিলেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্ষদে দায়িত্ব পালনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যে অবদান রেখেছেন চবি কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।”
প্রফেসর ড. খান তৌহিদ ওসমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে যোগদান করেন।
তিনি জীববিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গবেষক হিসেবে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি। তাঁর লেখা বেশ কয়েকটি বই শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বেশ সমাদৃত। ইউজিসি পদকেও ভূষিত হয়েছেন তিনি।