চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকে পুলিশে দিয়েছে একদল শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে নগরের গোলপাহাড় মোড় এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে তাকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেয় কিছু শিক্ষার্থী। জানা গেছে, শামীমা সীমা সেই বেসরকারি প্রতিষ্ঠানের অফিসে ফ্রন্ট ডেস্কে কাজ করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারীদের গ্রুপ ‘সংগ্রাম’ এর নেতৃত্ব দিতেন তিনি। এছাড়া চবি ক্যাম্পাসে আ জ ম নাসিরের অনুসারী বগিভিত্তিক সিক্সটি নাইনের হয়ে রাজনীতি করতেন শামীমা।
গতকাল বুধবার রাত ১১টায় চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির আজাদীকে বলেন, তিনি (শামীমা সীমা) আমাদের হেফাজতে আছেন। তার ব্যাপারে আইনগত বিষয়াদি প্রক্রিয়াধীন।