চবির সাথে ডায়াবেটিক হাসপাতালের সমঝোতা স্মারক

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

গবেষণা ও শিক্ষায় পারস্পরিক সহায়তার লক্ষ্যে চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সাথে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মধ্যে গতকাল শনিবার চবি কনফারেন্স হলে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী এবং চবির পক্ষে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম। সমঝোতা স্মারক অনুষ্ঠানে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ডায়াবেটিস সম্বন্ধে নতুন নতুন গবেষণা হওয়া প্রয়োজন। ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। একজন রোগীর হরমোন ও জেনেটিক আচরণ সঠিকভাবে পূর্বে চিহ্নিত করতে পারলে ভবিষ্যৎ অনাগত সন্তানের ডায়াবেটিস হবে কিনা তা জানা যাবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আরো উন্নত ও কার্যকর চিকিৎসা প্রদান করা যাবে। এই ধরনের গবেষণা কাজ আরো বৃহদাকারের করার জন্য হাসপাতালের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উদ্দেশ্যই হলো গবেষণা করে নতুন নতুন দ্বার উন্মোচন করা। জেনেটিক বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, হাসপাতালের পরিচালক ডা. নওশাদ আজগার চৌধুরী, রেজিস্ট্রার ডা. সুমন রহমান চৌধুরী, চিফ সিএও মো. আমান উল্লাহ আমান, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, অধ্যাপক ড. লুলু ওয়াল মারজান, অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম, অধ্যাপক ড. এ এম আবু আহমেদ, অধ্যাপক ড. লায়লা খালেদা, অধ্যাপক ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী, . মাহবুব হাসান, ফারজানা শারমিন ও জিবরান আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম হাইস্কুলের রজতজয়ন্তী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের বাড়ববানল মন্দিরে বিগ্রহ ভাঙচুর থানায় অভিযোগ