চবির শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ

নারীর প্রতি সহিংসতা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকশিক্ষার্থীরা সম্মিলিতভাবে প্রতিবাদ করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এতে শিক্ষকরা দেশের বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহার।

নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খাদিজা মিতু বলেন, আমাদের দেশে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সামগ্রিক সামাজিক সমস্যা, যার অন্তর্নিহিত কিছু কারণ রয়েছে। শুধু বিচার করলেই সমস্যার সমাধান হবে না, মানসিকতার পরিবর্তন জরুরি। আইন বিভাগের প্রফেসর ড. রকীবা নবী বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরো সোচ্চার হতে হবে। দেশের প্রচলিত আইনগুলো কার্যকর করে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

এক শিক্ষার্থী বলেন, আমরা আশা করেছিলাম নতুন বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার নিশ্চিতভাবে পাবে। কিন্তু এখনো আমরা আইনের যথাযথ বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। নারীর প্রতি সকল অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধসম্যকের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী
পরবর্তী নিবন্ধহরিনখাইন সৈয়দ আহমদ চৌধুরী সড়কের মেরামত কাজ পরিদর্শন