চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় আব্দুল কাইয়ূম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টায় নগরীর হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনটি হামজারবাগ এলাকায় আসার পর হঠাৎ করে পাথর নিক্ষেপ শুরু হয়। দুর্বৃত্তের ছোড়া একটি পাথর আব্দুল কাইয়ূমের মাথায় এসে পড়ে। এতে তিনি আহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।