বাঁশখালী উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য পঞ্চমবারের মত ফ্রি বাস সার্ভিসের আয়োজন করেছে বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপির সৌজন্যে এই ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়।
ইতোমধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৪৩৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাদের প্রত্যেকের সিট নিশ্চিত করে বাস সার্ভিস শুরু হয়েছে। গতকাল দুই শিফটে চারটি বাস যাতায়াত করেছে। আরও তিনদিনে মোট ১৪টি বাস যাতায়াত করবে বলে জানান সংগঠনটির দায়িত্বশীল সূত্র। এ বিষয়ে সংগঠনটির বাস সার্ভিসের মুখপাত্র আসহাব আরমান বলেন, গত পাঁচ বছর সংগঠনের উদ্যোগে পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপির পৃষ্টপোষকতায় এ সার্ভিসটি দেওয়া হচ্ছে। একই সাথে যারা সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগ পান তাদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।