চবির ‘বি’ ইউনিটে পাসের হার ২৮%

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৩২৪) ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫৭ হাজার ৭৫ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ১৬ হাজার ৩৮৩ জন। পাসের হার ২৮ দশমিক ৭ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৪০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী। ফেলের হার ৭১ দশমিক ৩ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খায়রুল ইসলাম। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলো ৫৭ হাজার ৭৫ জন। এর মধ্যে পাস করেছে ১৬ হাজার ৩৮৩ জন। ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত হলো, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত বিভাগসমূহ। মোট ১ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করে ৬৫ হাজার ২৬৭ জন। এর আগে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি রয়েছে ‘সি’ ইউনিটের ফলাফল। আগামী শনিবার ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ‘সেকেন্ড পার্টির’ মাধ্যমে নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে : পররাষ্ট্রমন্ত্রী