চবির ‘বি’ ইউনিটে পাসের হার ২০ শতাংশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪২৫ সেশনের স্নাতক প্রথমবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন, যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ২০ শতাংশ। গতকাল রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান জানান, ‘বি’ ইউনিটের পরীক্ষায় এবার অংশ নিয়েছেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন। সেই হিসেবে পাসের হার ২০ দশমিক ২৪ শতাংশ। অপরদিকে অকৃতকার্য হয়েছেন ৪৯ হাজার ৮৬৯ জন। অনুত্তীর্ণের হার ৭৯ দশমিক ৭৬ শতাংশ। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ২২১টি। এর বিপরীতে এবার আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। গত ৮ মার্চ তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধহামজা আসছেন আজ
পরবর্তী নিবন্ধমোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য জমির দলিল হস্তান্তর