চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে আসন বরাদ্দ দিয়ে পরে স্থগিত করায় হলগেটে তালা দিয়ে বিক্ষোভ করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শিক্ষার্থীরা ফরহাদ হলের সামনে জড়ো হতে থাকেন। পরে সাড়ে ৭টায় হলগেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। সমাধান না হওয়া পর্যন্ত তারা হলেই থাকবেন বলে জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, গত ১৭ মে উপ–উপাচার্য কামাল স্যার আমাদের বলেছিলেন ২২ মে আমাদের বিষয়টির সমাধান হয়ে যাবে। কিন্তু আইসিটি সেলে গেলে পরিচালক আমাদের জানিয়েছেন, এখন সমাধান অসম্ভব। কখন সমাধান হবে সে সম্পর্কেও তিনি কথা বলেননি। তিনি বলছেন, এটির সমাধান একমাসেও হতে পারে, ছয় মাসও লাগতে পারে। গত ১৩ এপ্রিল থেকে আমরা ঘুরাঘুরি করছি। এমতাবস্থায়, আমরা হলগেটে তালা দিয়েছি। সমাধান না হওয়া পর্যন্ত আমরা হল ছাড়ব না। দর্শন বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, দীর্ঘ দেড় মাস ধরে আমরা আমাদের বৈধ সিট নিয়ে হয়রানির শিকার হচ্ছি। প্রশাসন বিষয়টি সমাধান করলেও কার্যত আমাদের দিকে তাদের কোনো দৃষ্টি নেই। সমাবর্তনের পরে উঠাবে বললেও এখন তাদের কোনো সাড়া নেই। আমরা আর কারো কাছে ঘুরব না। আমাদের কর্মসূচি চলমান থাকবে।
জানা গেছে, দীর্ঘদিন পর ফরহাদ হোসেন হলে আবাসন বরাদ্দের আবেদন নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ভিত্তিতে আইসিটি সেল কর্তৃক বরাদ্দপ্রাপ্তদের ফলাফল দেওয়া হয়। হলে সিট সংখ্যা ৭০০। এর মধ্যে ৫৩০ জন শিক্ষার্থীর সিট নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে তাদের অধিকাংশ হলটিতে উঠেছেন। মৌখিক পরীক্ষায় বাকি ১৭০ জন শিক্ষার্থীর সিট স্থগিত রাখা হয়েছে।
শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর আব্দুল মান্নান বলেন, এ ব্যাপারে চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল স্যারের সাথে কথা হয়েছে। রোববারে সিট বণ্টনের রেজাল্ট দেওয়া হবে। সোমবার থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।