চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি)। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. লায়লা খালেদাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ এক বছরের জন্য প্রীতিলতা হলের প্রভোস্ট নিয়োগ করা হলো। জানতে চাইলে প্রফেসর ড. লায়লা খালেদা বলেন, আমি প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী ছিলাম এখন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছি এটা আমার জন্য অনেক আনন্দের। আমি ছাত্রী থাকাকালীন যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এবং বর্তমানে ছাত্রীরা যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে; সকল সমস্যা ছাত্রীদের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করবো।