চবির প্রাক্কলিত বাজেট ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা

চবি প্রতিনিধি | সোমবার , ২৮ জুন, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ আর্থিক সনের প্রাক্কলিত বাজেট ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে চবি সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির (এফসি) ৫৭তম যৌথ সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ২০২০-২১ আর্থিক সনের সংশোধিত বাজেট ৩৪৭ কোটি ৪৯ লাখ টাকা অনুমোদন করা হয়।
সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফ সি সচিব মো. ফরিদুল আলম চৌধুরী বাজেট উপস্থাপন করেন এবং তা আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে শিক্ষা-গবেষণাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে প্রশাসন একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য এসএম ফজলুল হক, অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী, অধ্যাপক ড. একেএম মাঈনুল হক মিয়াজী, অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও সিন্ডিকেট সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান এবং এফসি সদস্য অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. সুলতান আহমদ ও অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখতিবেরহাটে মদের কারখানা আবিষ্কার, গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধসিবিএ নেতা এয়াকুবের বিরুদ্ধে বিপিসির তদন্তের নির্দেশ