চবির পাহাড়ে অভিযান দেশীয় অস্ত্র উদ্ধার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন হল সংলগ্ন পাহাড়গুলোতে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করেছে চবি নিরাপত্তা দপ্তর। গতকাল সোমবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, সোহরাওয়ার্দী হল, আলাওল হল, আব্দুর রব হল ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল সংলগ্ন পাহাড়ে এই অভিযান পরিচালিত হয়। চবি নিরাপত্তা দপ্তরের প্রধান গোলাম কিবরিয়া অভিযানের ব্যাপারে বলেন, উপাচার্য মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমরা এ এফ রহমান হল, সোহরাওয়ার্দী হল, আলাওল হল, আব্দুর রব হল ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করি। এর মধ্যে এফ রহমান হলের পশ্চিম পাহাড়ে একটা রামদা ও দুইটা রড পাওয়া যায়। সোহরাওয়ার্দী হলের খেলার মাঠ সংলগ্ন পাহাড়ে তিনটা রামদা ও রড পাওয়া যায়। আগামীকাল মঙ্গলবার (আজ) আমরা অন্যান্য হলগুলোতে অভিযান পরিচালনা করব।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ ও সভা
পরবর্তী নিবন্ধবিশ্ব নদী দিবস উপলক্ষে সেমিনার